বিএনপি নির্বাচনে না গেলে, দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না: গয়েশ্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
এই সরকারের অধিনে আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে না। আর বিএনপি নির্বাচনে না গেলে, দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সকালে জাতীয় প্রেসক্লাবে এলডিপির আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান বাঁধা বর্তমান সরকার; তাই এ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিযারী দেন তিনি। বাংলাদেশ শ্রীলংকার মত হোক তা চায় না বিএনপি মন্তব্য করে গয়েশ্বর বলেন, তবে ওবায়দুল কাদেরের মত চাটুকারদের হাত থেকে দেশ মুক্তি পাক-তা চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিলে শ্রীলঙ্কার মত পরিস্থিতি হবে না বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়।