বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়, তবে সেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে : মির্জা আব্বাস

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়, তবে সেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এমনটাই জানিয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিকেলে রাজধানীর তেজগাঁও উত্তর জোনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। এসময় সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস জানান, আওয়ামী লীগের ওপরে জনগণের আস্থা নেই। যারা বিএনপি-আওয়ামী লীগ করে না, নিরপেক্ষ, তারাও আওয়ামী লীগকে বিশ্বাস করে না। দেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিএনপি দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজপথে নেমেছে। জনগণের টাকায় কেনা বন্দুক দিয়ে পুলিশ গুলি করে জনগণকে হত্যা করা হচ্ছে। সময় হলে এ বন্ধুকের নল, আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে বলে হুঁশিয়ারি করে দেন তিনি।