বিএনপি দু’টি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বিএনপি দু’টি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় জয় বাংলা শ্লোগান দিয়ে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা হয়। ভাঙচুর করা হয় আসবাবপত্র, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসহ সাইনবোর্ড। পরে আমতলা সড়কে বিএনপির আরেকটি কার্যালয়েও ভাংচুর চালায় একই গ্রুপ। মঙ্গলবার থানায় লিখিত অভিযোগে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।