বিএনপি-জামায়াত পাকিস্তান থেকে পরিচালিত হয় : মাহবুবউল আলম হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতে ইসলামী পাকিস্তান থেকে পরিচালিত হয় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন এ দুটি দল কখনও আলাদা হতে পারে না। তারা একই মায়ের দুই সন্তান।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মহিলালীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে যতদিন বিএনপি জামায়াত থাতবে ততোদিন দেশে ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হবে না।
৭৫’এ বঙ্গবন্ধু হত্যা কোনো ক্ষমতার জন্য ঘটেনি। ৭১’এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতেই এমন নির্মম হত্যাকান্ড ঘটানো হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার সাথেও পাকিস্তান এবং তারেক জিয়া জড়িত বলেও দাবি করেন মাহবুব উল আলম হানিফ।























