বিএনপি-জামায়াত জোট সরকারের সহায়তায় ২১ আগস্টের নৃশংস এই হামলা : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত জোট সরকারের সহায়তায় ২১ আগস্টের নৃশংস এই হামলা চালানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের সংশ্লিষ্টতা ছাড়া কখনোই এ ধরনের গ্রেনেড হামলা চালানো সম্ভব না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আবারও ষড়যন্ত্রের আশঙ্কা করে, দেশে জঙ্গিবাদের উত্থান যাতে না ঘটতে পারে সেজন্য সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে ১০টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ও দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর নারকীয় গ্রেনেড এই হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় অংশ নেন শেখ হাসিনা।
শুরুতেই ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতিচারণে স্প্রিন্টারবিদ্ধদের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
হামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের জড়িত থাকার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মদদেই হামলার পর দেশ ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা।
বিশ্বের সবদেশেরই জ্বালানী ঘাটতির কথা উল্লেখ করে, দেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করছে বলেও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী আরো বলেন, নির্বাচন এলেই বিএনপির ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ সালে সুশীল সমাজের প্রতিনিধি ও দুটি দেশের দূতাবাস কর্মীদের কুচক্রে আওয়ামী লীগ হেরে যায়।