বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের শান্তিপূর্ণ সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।
রাজধানীর ফার্মগেটে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি পাকিস্তানের আদর্শের অনুসারি। আর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি জামায়াত যতগুলো কর্মসূচি ঘোষণা করেছে তা আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। ঢাকা শহর আওয়ামী লীগ ও যুবলীগের দখলে। বিএনপি অতীতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। আবারো তান্ডব চালানোর চেষ্টা করছে। এজন্য সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।