বিএনপি-জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে দেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর দেয়া সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মীসভায় তিনি আরো বলেন, আদালত তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আগামী নির্বাচনে কোন নির্দলীয় সরকার ব্যবস্থা থাকবে না বলেও জানান আইনমন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।