বিএনপি জনগণের কাছে ভুল ধরা পার্টি হিসেবে পরিচিতি পেয়েছে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সর্বজনীন পেনশনের মতো সরকারের জনকল্যাণ কর্মসুচীকে যারা স্বাগত জানাতে পারেনা, তারা রাজনৈতিক দৈন্যতায় ভুগছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের কদমতলীতে সিটি করপোরেশন ও রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে ফিজিও অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারের ভুল ধরতে ধরতে জনগণের কাছে এখন ভুল ধরা পার্টি হিসেবে পরিচিতি পেয়েছে। জনগণ এই ভুল ধরা পার্টিগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর বিষয়টি বুঝতে পেরেই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।