বিএনপি জঙ্গীবাদের মদদ দিয়েছিল: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জঙ্গীবাদের মদদ বিএনপি দিয়েছিল বলেই দেশে জঙ্গীবাদের নির্মুল করা যায়নি এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন রাজনৈতিকভাবে অনেকে অনেক কথা বললেও মুলত তারা ধর্মকে ব্যাবহার করেছে। তবে, এসব রাজনৈতিক দলের তালিকা করা হয়েছে কিনা জানতে চাইলে তার উত্তর দেননি মন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
বৃহস্পতিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সংকলনে সন্ত্রাস নয়, সম্প্রীতির ধর্ম ইসলাম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে এরশাদের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, দখলকারীরা ক্ষমতা পাকাপোক্ত করতে ইসলামকে ঢাল বানিয়েছেন।
এসময় কোন কোন রাজণৈতিক দল কাদের পৃষ্ঠপোষকতা করেছে তা জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে।মন্ত্রী এজন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রধান পৃষ্ঠপোষক বললেও অভিযুক্ত দলগুলোর তালিকা বা রাজনৈতিক দলের নিবন্ধন বাদ দেয়া হবে কিনা তা জানাননি।























