বিএনপি ছাত্র রাজনীতি চায় কিন্তু একদলীয় ছাত্র সংগঠন নয় : গয়েশ্বর চন্দ্র রায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
বিএনপি ছাত্র রাজনীতি চায় কিন্তু একদলীয় ছাত্র সংগঠন নয়। এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জোর করে ছাত্র রাজনীতি চাপিয়ে দেয়া উচিত নয়।
সন্ত্রাসী হামলায় আহত নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর জানান, বুয়েটকেই সিদ্ধান্ত নিতে হবে সেখানে ছাত্র রাজনীতি চলবে কি না। এসময় তিনি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতির কথা জানিয়ে অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে।সারাদেশে বিএনপির নেতাকর্মীদের দমন পীড়ন করে সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলেও আভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।