বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বছর আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বছর আজ। সারাদেশের মহনগর ও জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ করছে দলটি।
জাতীয় প্রেসক্লাবের সামনের এই সমাবেশে অংশ নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।গণতন্ত্রকে মুক্ত করতে বেগম জিয়ার মুক্তি অপরিহার্য-উল্লেখ করে দলের নেতারা ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীও জানান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হলে ওইদিনই তাকে গ্রেফতার করা হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থেকে বর্তমানে শর্তসাপেক্ষে নির্বাহী আদেশে তিনি মুক্ত আছেন। এদিকে, ১৬ ফেব্রুয়ারী নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৫জনের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।