বিএনপি ক্ষমতায় গেলে সরকার প্রধান কে হবেন : প্রশ্ন প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে অনেক জেল-জুলুম, গ্রেনেড-বোমা-গুলির সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকার প্রধান কে হবেন?
দেশের সমসাময়িক সার্বিক পরিস্থিতি নিয়ে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্য পরিস্থিতি নিয়ে দু:খ প্রকাশ করে প্রধানমন্ত্রী।
ব্যক্তিগত স্বার্থে দেশের মানুষই ষড়যন্ত্র করে বিশ্বব্যাংককে অর্থায়ন দিতে না করেছিলো বলে জানান প্রধানমন্ত্রী।
পদ্মসেতু নিয়ে যারা বিরোধিতা করেছিল তাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সমালোচনাকারীদের পদ্মাসেতু ঘুরে আসার আহ্বান জানন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সকল ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দু:খ লাগব হবে বলে জানান সরকার প্রধান।