বিএনপি ক্ষমতায় গেলে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার করা হবে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে গুম খুনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে একথা বলেন তিনি । মির্জা ফখরুল আরও বলেন, সরকার জনগণের অর্থে নিজেদের পকেট ভারী করছে বলে মন্তব্য তিনি। গুম-খুন মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি।
দীর্ঘদিন প্রিয়জনকে না দেখা স্বজনদের এই আহাজারি বলে দেয় কতটা কষ্টে আছে গুম খুনের শিকার পরিবারগুলো। জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবীও ছিল স্বজনহারাদের কণ্ঠে।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান দিতে এ আয়োজন করে জাতীয়তাবাদী হেল্প সেল। গুম খুনের শিকার ১৪টি পরিবারকে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদানের টাকা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে সকল গুম-খুনের বিচার করার অঙ্গীকার করেন তিনি।
দেশের নয়, জনগণের অর্থে সরকারের লোকজনের উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
সরকার হটাতে দেশের মানুষের জেগে ওঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
Online slot casinos that accept skrill australia games are regularly updated so that players are able to access the most recent releases.