বিএনপি কি চায় তা তারা নিজেরাও জানে না: আমু
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে, তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, বিএনপি কি চায় তা তারা নিজেরাও জানে না।
বিকেলে বিএনপিসহ দেশবিরোধী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে, ১৪ দলের আলোচনা সভায় আমির হোসেন আমু আরও বলেন, বিএনপি যে আন্দোলন কথা বলে, সে আন্দোলন করার শক্তি তাদের নেই। কারণ জনগণ তাদের সাথে নেই। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পাকিস্তান আমলে ভালো থাকার বক্তব্যের সমালোচনা করে, বিএনপিকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন।

 
																			 
																		
















