বিএনপি কথায় কথায় বলে সরকারের পায়ের নিচে মাটি নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি কথায় কথায় বলে সরকারের পায়ের নিচে মাটি নেই। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তব্য, প্রেস রিলিজ ও সমাবেশ করে দলকে টিকিয়ে রেখেছে।
সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয় মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, বারবার আওয়ামীলীগের দ্বারা বিদায় নিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে দলটি। ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের প্রতিটি অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ কিছু করতে পারবে না। আবার যদি বিএনপি অত্যাচার শুরু করে তাহলে পাল্টা জবাব দিতে হবে।