বিএনপি অতীতে বাস পোড়ানোয় মালিকরা ভয় পেয়ে ধর্মঘট ডেকেছে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
বিএনপি অতীতে বাস পোড়ানোর কারণে মালিকরা ভয় পেয়ে ধর্মঘট ডেকেছে। মালিক-শ্রমিকদের সংগঠনে বিএনপি’র লোকজনও আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাস মালিকরা তাদের পরিবহন রক্ষার জন্য ধর্মঘট ডাকছে। এটা তাদের অধিকার। বিএনপির সমাবেশে সরকার বাধা দিচ্ছে না। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, সরকার তা চায় বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি বিদ্যুৎ নিয়ে নানান কথা বলে। কিন্তু নৈতিকভাবে তাদের এ নিয়ে কথা বলার অধিকার নেই। জামায়াতের নামে কেউ যদি নিবন্ধনের আবেদন করে, সেটা ইসি দেখবে বলেও জানান তথ্যমন্ত্রী।