বিএনপির ৯টি বিভাগীয় সমাবেশে আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন

- আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
৯টি বিভাগীয় শহরে সমাবেশে অংশ নিতে নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ সফলে সব প্রস্তুতি শেষ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। ময়মনসিংহে ও খুলনায় প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্য।
নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির মধ্যেও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ করবে বিএনপি। প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এতে প্রধান অতিথি থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন ওই এলাকায়।
তবে ফরিদপুর শহরে বিএনপির সমাবেশ আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। ফলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে জড়ো হচ্ছেন নেতকর্মীরা।
১০ দফা দাবিতে খুলনায় সমাবেশ শুরু করেছে বিএনপি। চলছে প্রতিবাদী সংগীত পরিবেশনা। বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সমাবেশে। খুলনায় প্রধান অতিথি থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়।
রংপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এবং খুলনার কে ডি ঘোষ সড়কে নগর ভবনের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। কর্মসূচি সফল করতে সব বিভাগ এবং জেলায় প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছে দলটি।
বরিশাল জিলা স্কুল মাঠে বিশাল মঞ্চ তৈরি হয়েছে। বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রধান অতিথি থাকবেন, স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান। বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য আশপাশে মোতায়েন রয়েছে।
ভোজ্য ও জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি করছে বিএনপি।