বিএনপির সাথে শর্তযুক্ত সংলাপে যেতে চায় না আ’লীগ : কাদের

- আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে কোন শর্তযুক্ত সংলাপে যেতে চায় না আওয়ামী লীগ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশনারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও পার্লামেন্ট বিলুপ্তির ৪টি বিষয় প্রত্যাহার করতে হবে বিএনপিকে।
সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কার সাথে আলোচনা করবে তারা। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, অবাধ ও সুষ্ঠু হবে। মার্কিন প্রতিনিধিরা বন্ধু দেশ হিসেবে পরামর্শ দিতে পারে, নির্বাচনের সময় পর্যবেক্ষক দল এসে দেখতে পারে। তবে তাদের শর্তে এ দেশে নির্বাচন হবে না, দেশের নিজস্ব নিয়ম আছে। কূটনৈতিক অনেক সমঝোতা হয়, সব সময় সব কিছু প্রকাশ্যে আসে ন। ফখরুল কিভাবে জানবেন, আমেরিকার সাথে তলে তলে আপোষ হয়েছে কিনা। কাদের বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রী সভার আকার ছোট করতে পারেন। তফসিল ঘোষণার পর মন্ত্রীসভার আকার পরিবর্তন হতে পারে, নাও পারে।