বিএনপি’র সমাবেশে পুলিশি বাধায় ত্রিমুখী সংঘর্ষ

- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে বিএনপি’র সমাবেশে হামলার ঘটনায় শতাধিক আহত হয়েছে। দুপুরে মিরপুর ছয় নম্বর সেকশনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা-ধাওয়া ও পুলিশের টিয়ারশেল, লাঠিচার্জে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পন্ড হয়ে যায় সমাবেশ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সমাবেশে হামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিরপুর ৬ নম্বরের বড় মসজিদের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। মুকুল ফৌজ মাঠে নেতাকর্মীরা জড়ো হতে থাকলে এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ।
পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও ফাকা গুলি ছোড়ে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ত্রিমুখি সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
প্রায় দুই ঘণ্টা চলা সংঘর্ষ এক পর্যায়ে নিয়ন্ত্রণে আনতে পুলিশ দফায় দফায় মহড়া দিতে থাকে মিরপুর ৬ নম্বর এলাকায়।
ঘটনাস্থলে এসে মহানগর উত্তর বিএনপির একটি প্রতিনিধিদল দেখা করেন মিরপুরের পুলিশের উপ-কমিশনারের সঙ্গে।
মিরপুর বিভাগের উপ-কমিশনার জসিমউদ্দিন মোল্লা দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপির কর্মীরাই আগে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। অন্যদিকে ডিসি জসিমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।