বিএনপির সভা-সমাবেশ মূলত আদালতের বিরুদ্ধে – তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঢাকা সিটি নির্বাচনে এবার কম ভোটার উপস্থিতির পেছনে আওয়ামী লীগের কোনো গলদ আছে কিনা, তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো দাবি করেন, এখনও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত চলছে। এদিকে, আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সভা-সমাবেশ মূলত আদালতের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ উদ্যোগ ও উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা করেছে প্রেস ইনস্টিটউট বাংলাদেশ- পিআইবি। এতে অংশ নিয়েছে বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন সাংবাদিক। এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী যোগ দিয়ে সরকারের উন্নয়মূলক কাজকে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
গেল ৮ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের অনুষ্ঠানে ড. কামাল হোসেনের সরকার বিরোধী বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি ও ঐক্যফ্রন্টের অবস্থানে জনগণের সাড়া নেই।এদিকে, জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে ক্ষোভ জানান।ঢাকার দুই নবনির্বাচিত মেয়রকে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এখন থেকেই সক্রিয় হওয়ার আহ্বানও জানান মোহাম্মদ নাসিম।
মাইনুল শোভন, এসএ টিভি, ঢাকা।