বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ২০২২ বার পড়া হয়েছে
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাতশেষে একথা জানান তিনি। প্রায় আধঘণ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে।
ঢাকায় প্রবেশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে কিনা– মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা দেয়া হবে না। পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র আশা করে ২৮ অক্টোবরে কোন ধরনের সহিংসতা হবে না।