বিএনপির রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে : তথ্যমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
 - / ১৫৬৬ বার পড়া হয়েছে
 
বিএনপির রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে রেডক্রস দিবস উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন বিএনপির অতি উৎসাহী ভুমিকা দেখে খালেদা জিয়াকে আদৌ বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা নিয়েও প্রশ্ন উটেছে সাধারণ মানুষের মনে। করোনা মোকাবিলায় সরকার আন্তরিকতার সাথে কাজ করছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উচিত খালেদা জিয়ার চিকিৎসায় সীমাবদ্ধ না থেকে বৃহত্তর জনগণের পাশে দাঁড়ানো।
																			
																		














