বিএনপির মুখে মধু আর অন্তরে বি’ষ : কাদের

- আপডেট সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৮৫১ বার পড়া হয়েছে
বিএনপি’র মুখে মধু আর অন্তরে বিষ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী আর সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেয় তারা। বিদ্যুৎ এবং রিজার্ভ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে ছিল বিদ্যুৎবিহীন খাম্বা। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি তত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে দাবি করে তিনি বলেন, সবকিছুতে অন্ধ বিরোধিতা করাই তাদের অভ্যাস।
দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার কোন ঘাটতি নেই জানিয়ে, বিদ্যুৎ ও রিজার্ভ নিয়ে বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের।
ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, রাজধানীর ইঞ্জনিয়ার্স ইনিস্টিটিউটে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির যে কোন নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
জিয়াউর রহমান দেশের রাজনৈতিক গতিধারাকে নষ্ট করেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।