বিএনপির মিথ্যাচার দেশবাসীর ঈদ আনন্দকে মাটি করে দিয়েছে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিএনপির মিথ্যাচার দেশবাসীর ঈদ আনন্দকে মাটি করে দিয়েছে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশেই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করেছে বলেই দাবি তার।
সকালে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। ঈদের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিবাদে তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় দিচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্র বিনাশী একটি রাজনৈতিক অপশক্তি। এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, এটাই তাদের চাওয়া। কিন্তু তাদের মনোবাসনা জনগণ পূরণ হতে দেবে না।