বিএনপির মধ্যে কোন রাজনৈতিক শিষ্টাচার নেই : মাহবুবউল আলম

- আপডেট সময় : ০৫:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহীতে প্রতিনিধি সভায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জামায়াত ও হেফাজতের সাথে কোন নির্বাচনী জোট করবে না তাদের দল। আর কুষ্টিয়ার এক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির মধ্যে কোন রাজনৈতিক শিষ্টাচার নেই, সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা।
ব্যক্তিগত সফরে চট্টগ্রামে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর ফাঁকে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সেতুমন্ত্রী জানান, এপ্রিল বা মে মাসে চট্টগ্রাম টানেল উদ্বোধন করা হবে। এছাড়া চট্টগ্রামেও মেট্রোরেল বানাতে আগ্রহী সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে চলতি মাসেই।
ওবায়দুল কাদের আরও বলেন, নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিরোধীদলকে আস্থায় নিয়ে রাজনীতির ইচ্ছা পোষণ করেন। কিন্তু বিএনপির হীনমন্যতায় তা সম্ভব হয়নি।
রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জামায়াত ও হেফাজতের সাথে কোন নির্বাচনী জোট করবে না আওয়ামী লীগ। মন্ত্রী আরো বলেন, আন্দোলন নিয়ে বিএনপির হাঁকডাক বেশি। তবে কার্যক্রমে তা স্থবির।
পরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন। ২৯ জানুয়ারী রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ে দু’দিন ব্যাপী সাহিত্যমেলার উদ্ধোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। পরে তিনি বলেন, বিএনপির মধ্যে কোন রাজনৈতিক শিষ্টাচার নেই। সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা।