বিএনপির বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ শুরু করবে : কাদের

- আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
বিএনপির বিরুদ্ধে দেশের জনগন অসহযোগ শুরু করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গুপ্তহত্যা বন্ধ না হলে, বিএনপিকে গণবিচারের জন্য অপেক্ষা করতে হবে৷ ক্ষমতাসীন হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্রদের কাছে হেরে গেলে, দলের কোন সমস্যা নেই বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো লুকোচুরি নেই। যারা স্বতন্ত্র নির্বাচন করবে, তাদের বাধা দেয়া হবে না। জোর করে বাধা দিলে নির্বাচনে আচরণ বিধি লংঘন হবে।
যারা আন্দোলন থেকে পালিয়েছে, তারাই এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপিকে ডামি দল হিসেবেও অভিহিত করেন তিনি। তারেক জিয়াকে রিমোট কন্ট্রোল নেতা অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, দূর থেকে নয়, সাহস থাকলে দেশে ফিরে মোকাবিলা করতে হবে সরাসরি।