বিএনপি’র বিক্ষোভ কর্মসুচি পুলিশী বাধায় পণ্ড
- আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হেফাজতের ১৭ জনেরও বেশি কর্মী মারা যাওয়ার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ কর্মসুচি দেশের বেশিরভাগ জায়গায় পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতায় বিক্ষোভকালে পুলিশের গুলিতে এসব হেফাজত কর্মী মারা যান।
পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল। নগরীর অলোকার মোড়ে দলটির নেতা-কর্মীরা বিক্ষোভের চেষ্টা করলে, ব্যানার কেড়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বরিশালে আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। অশ্বিনী কুমার হল চত্ত্বর ও দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে উত্তর ও দক্ষিন বিএনপি। এসময় গণতন্ত্র উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান, বক্তারা।
নাটোরে পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে বিএনপি’র বিক্ষোভ। আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন ও জেলা ছাত্রদল সভাপতি কামরুলকে আটক করে পুলিশ। পরে, তাদেরকে ছিনিয়ে নেয় নেতা-কর্মীরা। এসময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শহরের আলোরুপা মোড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক।
নওগাঁয় বিএনপির মিছিলে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে বিএনপি’র অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়।
নেত্রকোণায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝালকাঠিতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের চেম্বারে সভা অনুষ্ঠিত হয়। শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কথা থাকলেও, পুলিশের বাধায় করতে পারেনি তারা।
ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বরে জড়ো হয় দলটির নেতা-কর্মীরা।
কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের মোক্তার পাড়ায় বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দাদামোড় এলাকায় গেলে পুলিশ বাঁধা দেয়। পরে, দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের সার্কুলার রোডে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে। প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
এছাড়াও কিশোরগঞ্জ, মেহেরপুর ও রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।






















