বিএনপির নেতা গোলাম মোস্তফাকে আটক
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করে থানায় সোপর্দ করেছে রেব-৪।
গতরাতে আটকের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। এর আগে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড এলাকার সেনা শপিং কমপ্লেক্স থেকে তাকে আটক করে রেব-৪ এর একটি দল। পরে সন্ধ্যার দিকে তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়। থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল জানান, গোলাম মোস্তফাসহ নাশকতা মামলার আসামী বিএনপির ইউসুফ আলী মেম্বার, সেলিম মিয়া এবং জামায়াতের কর্মী এনায়েত উল্লাহকেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

 
																			 
																		























