বিএনপির নেতা-কর্মীদের সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভুয়া ও হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতা-কর্মীকে ফরমায়েশি সাজা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য ফরম পূরণের উদ্যোগ নেয়া হয়েছে । ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থি এমন তৎপরতা বন্ধ করার দাবি জানান তিনি। আল জাজিরা টেলিভিশনে প্রচারিত রিপোর্ট সম্পর্কে শিগগিরই দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান।