বিএনপির জ্বালাও পোড়াওকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিএনপির জ্বালাও পোড়াওকে কোন ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না দেয়ার কথাও জানান তিনি।
পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা করতেই আওয়ামী লীগের রাজনীতি করা। এ সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, অতীতে সংবিধান লঙ্ঘন করে বার বার ক্ষমতা দখল করায় ব্যাহত হয়েছে দেশের অগ্রযাত্রা। এর আগে, ব্যক্তিগত, দলীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবদান রাখায় ১২টি শ্রেনীতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ তুলেন দেন প্রধানমন্ত্রী।