বিএনপির গুপ্ত টার্গেট আরো ভয়াবহ হতে পারে : কাদের
- আপডেট সময় : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, বিএনপি ততোই মরিয়া হয়ে উঠছে। তিনি আশঙ্কা করেন, বিএনপির গুপ্ত টার্গেট আরো ভয়াবহ হতে পারে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি নয়, নির্বাচনবিরোধী কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে রাজনৈতিক সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিএনপি’র ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবে জাতীয় পার্টিসহ নির্বাচনমুখী সব দল।
বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট-পুলিশ আর সাধারণ মানুষ বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিদেশীদের নিষেধাজ্ঞার সমালোচনা করে, যারা নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশও তাদের কোনো পণ্য নেবে না বলে জানান ওবায়দুল কাদের।























