বিএনপির কোন ষড়যন্ত্রই জনগণের মন জয় করতে পারেনি: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের নির্বাচনে বিএনপির কোন ষড়যন্ত্রই জনগণের মন জয় করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যদিও তাদের কোন সমালোচনাই নির্বাচনে কাজে আসেনি।
এ সময় দেশের জনগণকে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ভ্যাকসিন গ্রহনে অপপ্রচারে কান না দেয়ার আহবান জানান সেতুমন্ত্রী।এছাড়া বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।























