বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে: রিজভী

- আপডেট সময় : ০২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
শেখ হাসিনা বিরোধীদলের কর্মকাণ্ড কিছুতে মেনে নিতে পারছেন না। এজন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী রাখা হচ্ছে। যারা অপরাধ করেছে তাদেরকে কারাগারে না নিয়ে শিক্ষিত ছেলেদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। রিজভী বলেন, এ পরিস্থিতি প্রতিহত করতে হবে, পুলিশের এক কর্মকর্তার বক্তব্য আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বক্তব্যের মতো। একতরফা নির্বাচনের নীল নকশা তৈরি করেছে সরকার। পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে তা প্রমাণিত। গোটা বিশ্ব থেকে আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়াসহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে তাঁতীদল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। পরে তার নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।