বিএনপির অতীতের ভুলে আ’লীগ ২০১৮ সালে ক্ষমতায় আসে : আমির খসরু

- আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপির অতীতের ভুলের জন্য আওয়ামী লীগ ২০১৮ সালে সুযোগ নিয়ে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে আওয়ামী লীগের এখন আগের মতো মিটিং মিছিল করার অবস্থান নেই বলে জানান তিনি। বিকেলে রাজধানীর মিরপুর কালসীর মাঠে প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, সরকারের পতনের আন্দোলন সব জায়গায় শুরু হয়ে গেছে। আগামী বুধবারে দলটি মহা প্রতিবাদ সমাবেশ করবে বলে জানান দলীয় নেতারা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে মিরপুর কালসীর বালুর মাঠে সমাবেশ করে বিএনপি।
দলটির নেতা আবদুস সালাম বলেন, বিটিভিতে সবার কথা তুলে না ধরা হলে, সেখানকার সকল কর্মকর্তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেবে জনগণ।
এছাড়াও জ্যেষ্ঠ নেতারা বলেন, চলতি বছরে ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়া কথায়।
সরকারের পতনে প্রয়োজনে সব রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে বলে জানান, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
ইভিএম নিয়েও কঠোর সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগের মতো ভুল পথে গিয়ে কোন কাজ করবে না।
চলমান আন্দোলন আরও বেগবান করতে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান দলটির।