বিএনপিকে নির্বাচনে আনতে সংবিধান লঙ্ঘনের কোন সুযোগ নেই : আমির হোসেন আমু

- আপডেট সময় : ০৮:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচনে আনতে সংবিধান লঙ্ঘনের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু। নির্বাচন কমিশনের সংলাপে না গিয়ে বিশৃংখলা করে ক্ষমতায় আসার অন্য কোন পথ নেই বলেও জানান তিনি। আর দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মিথ্যা কথার চ্যাম্পিয়ন বিএনপি ৭৫ ও ২১ আগস্টের আসামী। তদন্ত কমিটির মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মৎসজীবী লীগ।অনুষ্ঠানে গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান নেতারা।
দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বিএনপি কে উদ্দেশ্য করে বলেন,মিথ্যাচার ও আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চাইলে কঠোর জবাব দেয়া হবে।
একই সময় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সাম্যবাদী দল।
এতে প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, ভোট ব্যবস্থা নষ্ট করে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত।
নির্বাচনে সংবিধান থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।