বিআইডব্লিউটিসিতে যুক্ত হলো ওটি সাফা ও ওটি মারওয়া নামে দুটি অয়েল ট্যাংকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিআইডব্লিউটিসি যুক্ত হলো ওটি সাফা ও ওটি মারওয়া নামে দেশে প্রথম নির্মিত দুটি অয়েল ট্যাংকার।
সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় অয়েল ট্যাংকার দুটিসহ একটি ফ্লোটিং ওয়ার্কশপের উদ্বোধন করেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানায়, বিআইডব্লিউটিসি’র বছরে প্রায় সাড়ে ৪ কোটি টাকা খরচ হয় জ্বালানি তেল পরিবহনে। এ জাহাজ দুটো নির্মাণ করায় খরচ এক চতুর্থাংশ কমে আসবে। প্রাথমিকভাবে পরিবহন করা হবে সংস্থাটির মালিকানাধীন বিভিন্ন নৌযানের জ্বালানি তেল। পাশাপাশি তেল পরিবহনের জন্য ভাড়াও দেয়া যাবে।