বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরো ২ জন রোগী শনাক্ত

- আপডেট সময় : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরো ২ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭-জনে । শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির।
আক্রান্তদের একজনের বাড়ি নগরের ফিরিঙ্গি বাজার ও অন্যজনের আকবরশাহ এলাকায়। তাদের একজনের বয়স ৫৩ বছর, অন্যজনের ৩৫ বছর। গেল ২৪ ঘন্টায় মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করে দু’জনের শরীরে মরণব্যাধি ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। রাতেই তাদেরকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তের পর দু’জনের বাসাসহ আশপাশের কয়েকটি ভবন ও তাদের সংস্পর্শে আশা ইস্পাহানী মোড় ও গোলপাহাড় এলাকার দুটি ভবনকে লকডাউন করা হয়েছে। ওইসব ভবনের বাসিন্দাদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন ।