বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন থমাস মুলার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন ফরোয়ার্ড থমাস মুলার। নতুন চুক্তি অনুযায়ী ক্লাবটিতে ২০২৩ সাল পর্যন্ত থাকবেন এই জার্মান ফরোয়ার্ড।
২০০৯ সালে অভিষেকের পর বায়ার্নের হয়ে পাঁচশর বেশি ম্যাচ খেলেছেন মুলার। ক্লাবটির হয়ে আটটি বুন্ডেসলিগাসহ জিতেছেন মোট ১৬টি শিরোপা। মিউনিখের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। জানিয়েছেন আরো দু’বছর বায়ার্ন মিউনিখে থাকতে পেরে দারুন খুশি তিনি। মাঠে সেরাটা দেয়ার কথাও জানিয়েছেন মুলার। এদিকে, করোনাভাইরাসের কারণে ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে বুন্ডেসলিগা। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে চার পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বায়ার্ন।