বাস-পিকআপ ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে বাস-পিকআপ ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ইব্রাহিম নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাতে ধামরাইয়ের কালামপুরে কাজ শেষে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় পড়েন ইব্রাহীম। ধামরাইয়ের ডাউটিয়ায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা জে লাইন পরিবহনের যাত্রীবাহী বাস একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে যায়। এসময় পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয় বাসটি। ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম।
এদিকে, বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হারুন-অর-রশিদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের মাজার মোড় এলাকায় মাহেন্দ্রের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছে।