বাস ও ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। প্রথম দিনে বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট প্রত্যাশীদের চাপ তুলনামূলক কম দেখা গেছে। টিকিট বিক্রেতারা আশা করছেন, সামনের দিনগুলোতে টিকিট বিক্রি বাড়বে।
পূর্বঘোষণা অনুযায়ী ভোর ৬ টা থেকে শুরু হয় পবিত্র ঈদ উল ফিতরের বাসযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
প্রথম প্রহরে গাবতলীতে টিকিট প্রতাশীদের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাশূন্য হয়ে পড়ে কাউন্টারগুলো। টিকিট বিক্রেতারা বলছেন, আগামী ২০ এপ্রিলের টিকিটের চাহিদাই বেশী।যেসব যাত্রী বিভিন্ন গন্তব্যের অগ্রিম টিকিট নিতে এসেছেন খুব সহজেই টিকিট হাতে পেয়ে স্বস্তি নিয়ে ফিরে গেছেন। যাত্রীরা জানিয়েছেন, কিছুটা অব্যবস্থাপনা থাকলেও টিকিট পেতে তাদের কোন ভোগান্তি পোহাতে হয়নি।
আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি।





















