বাসদের উদ্যোগে বরিশালে রিক্সা মিছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবীতে বরিশালে রিক্সা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাসদ জেলা শাখার উদ্যোগে দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই রিক্সা মিছিল বের হয়। জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে রিক্সা মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারসহ অন্যরা। এসময় বক্তারা, লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবী জানান, আর তা অনতি বিলম্বে চালু না হলে আরও কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী বক্তারা।