বাল্য বিবাহ প্রতিরোধে ঝিনাইদহে অভিভাবকদের সাথে সংলাপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৯২৩ বার পড়া হয়েছে
বাল্য বিবাহ প্রতিরোধে ঝিনাইদহে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। একটি বেসরকারি সংস্থা এই সংলাপের আয়োজন করে।
দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ সংলাপের আয়োজন করে এইড ফাউন্ডেশনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্প। এতে উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু, প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার আশরাফুন্নাহার আশাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা বক্তব্য দেন। এসময় বক্তারা, সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে সরকারের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।