বার্সেলোনার দুই সহ-সভাপতিসহ ৬ বোর্ড সদস্য পদত্যাগ করেছেন

- আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুই সহ-সভাপতিসহ ৬ বোর্ড সদস্য পদত্যাগ করেছেন। ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ’র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই ৬ কর্মকর্তা।
চলতি মৌসুমটা একের পর এক বিতর্কে কাটছে বার্সেলোনার। সেই বিতর্ক আরো জোড়ালো হলো এই ৬ কর্মকর্তার পদত্যাগে। ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ’র কাছে পদত্যাগপত্র জমা দেওয়া ৬ সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট এমিলি রোউসান্দ এবং এনরিক তোম্বাস, পরিচালক সিলভিও এলিয়াস, মারিয়া তেক্সিদোর, হোসে পন্ত এবং জর্দি ক্লাসামিগ্লিয়া। এর মধ্যে মারিয়া তেক্সিদোর, জর্দি ক্লাসামিগ্লিয়া ছাড়া বাকিদের ক্লাব প্রেসিডেন্ট নিজেই সরে যেতে বলেছিলেন। চিঠির মাধ্যমে নিজেদের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন সদস্যরা। এরপর যৌথ বিবৃতিও প্রকাশ করে তারা। করোনাভাইরাসের কারণে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে বের হওয়ার জন্য ক্লাব নেতৃত্বকে ঢেলে সাজানোর আহবান এই সদস্যদের। প্রয়োজনে নতুন নির্বাচন দেওয়ার পরামর্শ তাদের।