বাম্পার চাষ হলেও আশানুরুপ ফলন পায়নি পাবনার কৃষক

- আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
পাবনায় পাটের বাম্পার চাষ হলেও আশানুরুপ ফলন পায়নি কৃষক। সরকারি পাটকলগুলোর উৎপাদন বন্ধ হওয়ায় দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন তারা। আর, গত কয়েক বছরের বকেয়া টাকা না পেয়ে ব্যবসা বন্ধ করে হতাশ জীবন-যাপন করছে পাবনার বহু পাট ব্যবসায়ী।
পাট কাটতে শুরু করেছে পাবনার কৃষক। জলাশয়ে পাট জাগ দেওয়া, ছাড়ানো এবং শুকানোয় ব্যস্ত সময় পার করছে তারা। জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৪ হাজার দুই’শ৫৪ হেক্টর জমি। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতে, লক্ষ্যমাত্রার শতভাগ আবাদ হয়েছে। আবাদ নিয়ে কৃষি বিভাগ খুশি হলেও, ফলন ও দাম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকের।
পাটের দাম ভাল পাওয়া যাবে বলে মনে করেন, এই কর্মকর্তা। সরকারি বিভিন্ন পাটকলের কাছে ৩০কোটি টাকা পাওনা রয়েছে পাবনার প্রায় ৩৫ জন ব্যবসায়ীর।টাকা না পেয়ে, পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে তারা। ব্যবসায়ীরা তাদের বকেয়া টাকা আর চাষীরা পাটের ন্যায্য দাম পাবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।