বাবু হত্যা মামলায় ৫ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

- আপডেট সময় : ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলায় ৫ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দীর্ঘ ৯ বছর পর দেয়া রায়ে আসামীর প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্বাস উদ্দীন এ রায় দেন।
২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর ফাঁসির আসামিরা গোপালগঞ্জ শহরে থেকে জাহিদুল ইসলাম বাবুর ইজিবাইক ভাড়া করে। পরে কাশিয়ানী উপজেলার ভুলবাড়িয়া ব্রীজের কাছে গিয়ে জাহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। মামলার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন নিখোঁজের পরে ২ অক্টোবর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা দুইজনকে আসামীকে হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় আরো তিনজনকে অন্তর্ভূক্ত করে চার্জশিট দেয় পুলিশ। নিহত ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু গোপালগঞ্জ শহরতলীর মো: নজরুল মোল্যার ছেলে। রায়ে নিতহের পরিবার ও আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন।