বাফুফে’র নব নির্বাচিত সহ-সভাপতি ও সদস্য নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে’র নব নির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধিত হয়েছেন।
রোববার নোয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানসহ অনেকে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়।