বাণিজ্যিকভাবে কোচিং পরিচালনা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বাণিজ্যিকভাবে কোচিং পরিচালনা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।
দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে দি হলি চাইন্ড কিন্ডার গার্টেনের রজত জয়ন্তী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি । মন্ত্রী বলেন, সারাদেশে স্কুল চলাকালিন কোচিং চালানো না হয় সে ব্যাপ্যারে নির্দেশনা দেয়া হবে। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলমসহ বিদ্যালয়ের পুরাতন ও নতুন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা ছিলেন।

















