বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো বাংলাদেশকে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো বাংলাদেশকে। বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে টাইগাররা।
নাইম শেখ ও মুশফিকুর রহিমের জোড়া অর্ধশতক ও সাকিবের ভালো বোলিংয়ে পরও এমন হার বাংলাদেশ দলের। এতো কাছে তবুও যেন কতো দূর। যে মাঠে কখনই এতো রান টপকে জিতেনি কেউ। সেখানে শুরুর ধাক্কা সামলে দুর্বার অপ্রতিরোধ শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচের পর এবার মূল পর্বেও তাদের কাছে ধরাশায়ী বাংলাদেশ। ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূল পর্ব শুরু মাহমুদউল্লাহ দলের।কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেটিই হয়েছে। লিটন দাস একাধিক ক্যাচের দিনে বাংলাদেশেও সুযোগ পায়ে ঠেলেছে। জয়ের নায়ক আসালাঙ্কা। চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সুযোগ গুলো হেলায় হারিয়েছেন লিটন দাস। তার দুই ক্যাচ মিসে হারতে হলো বাংলাদেশকে।