বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নের হার ৯৬ শতাংশ : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নের হার ৯৬ শতাংশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় সংসদ ভবনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের পর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। এ বাজেটে বিদেশি ঋণ নির্ভরতা কমেছে দাবি করে তিনি আরও বলেন, বর্তমান সরকার অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছে। পৃথিবীর অনেক দেশেই অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি রয়েছে উল্লেখ করে, যেকোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে অফশোর এ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সৌদি আরব সফরে গিয়ে দেশটির প্রিন্স মুহাম্মদ বিন সালমান আল সৌদকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ড. হাছান মাহমুদ