বাজার পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন

- আপডেট সময় : ০৮:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনার কারণে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে, সেজন্যে নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন। রাজশাহীতে বেশি দামে চাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া খুলনা ও নাটোরে বাজার পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন।
সকাল ১০টার দিকে রাজশাহী নগরীতে বাজার পরিস্থিতি দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে শাহ মখদুম রাইস এজেন্সিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার দর স্বভাবিক রাখতে মনিটারিং শুরু করেছে খুলনা জেলা প্রশাসক। দুপুরে খুলনার বড়বাজার থেকে এ মনিটারিং কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি নিত্যপণ্যের বাজার দর পর্যবেক্ষণ করেন।
দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় শেষে ব্যবসায়ীদের সচেতন করতে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ প্রশাসনের কর্মকর্তারা শহরের বিভিন্ন বাজার পর্যবেক্ষণে নামেন।